সহীহ সুন্নাহর আলোকে অধিক পরিমাণ সওয়াব লাভের কয়েকটি আমল

সহীহ সুন্নাহর আলোকে

অধিক পরিমাণ সওয়াব লাভের কয়েকটি আমল

  •  “যে ব্যক্তি দিনে একশবার বলবে: ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ’ তার গুনাহগুলো মুছে দেয়া হবে যদিও তা সাগরের ফেনা বরাবর হয়।” (সহীহ বুখারী)
  • কুলহুআল্লাহু আহাদ (সূরা ইখলাস) কুরআনের এক তৃতীয়াংশের সমান।” (মুসলিম)
  • “এমন দুটি বাক্য আছে যেগুলো উচ্চারণে হালকা, ওজনে ভারী অথচ দয়াময় আল্লাহর নিকট পছন্দনীয়। সেগুলো হল: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানল্লাহিল আযীম।” (মুসলিম)
  • “সুবহানাল্লাহ, ওয়াল হামদু লিল্লাহ ওয়া লাইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলা আমার নিকট দুনিয়ার যে সকল বস্তুর উপর সূর্য উঠে তার চেয়ে উত্তম।” (মুসলিম)
  • “যে ব্যক্তি মানুষকে হেদায়াতের দিকে আহবান করে সে ঐ সকল লোকদের সমপরিমান সওয়াবের অধিকারী হয় যারা তা অনুসরণ করে চলে।  তবে যারা অনুসরণ করে তাদের সওয়াবের কোন কমতি হয় না।” (মুসলিম)
  • “মসজিদে নববীতে নামায পড়া মসজিদে হারাম ছাড়া অন্য মসজিদে নামায পড়ার চেয়ে এক হাজারগুণ বেশী সওয়াব। আর মসজিদে হারামে নামায পড়া অন্য মসজিদের তুলনায় এক লক্ষগুণ সওয়াব বেশী।” (ইবনে মাজাহ, আহমাদ, সহীহ)

আল্লাহ তায়ালা আমাদেরকে বেশী বেশী নেক আমল করার তাওফীক দান করুন। আমীন।

সংকলনে: আব্দুল্লাহিল হাদী, পরিচালক: সালাফী বিডি

13 thoughts on “সহীহ সুন্নাহর আলোকে অধিক পরিমাণ সওয়াব লাভের কয়েকটি আমল

  1. আমল গুলো খূব সুন্দর এ রকম আরও কিছু চাই । মোঃ আনোয়ার ঊল ইসলাম। হোডূয়া ঝালকাঠী ।

  2. DEAR A. HADI VAI, SALAM TO YOU. ABOVE অধিক পরিমাণ সওয়াব লাভের কয়েকটি আমল
    YOU SHOULD WRITE IN AN ARABIC ALSO TO PRONOUNCE PROPERLY, BANGLA & ARABIC NOT SAME, YOU KNOW THAT. KINDLY EDITE.

  3. edit kora proyojon vai.//subhallahi// hoye gese //subhanallahi// er jaygay. jazakallahu khayran for this.

  4. As salamu alaikum,
    amader onek bhai mobile a bangla lekha dekhte parche na,
    er somadhan er upor lekhoni din,
    jazakallah khairan

আপনার মতামত বা প্রশ্ন লিখুন।