প্রশ্ন, মতামত ও পরামর্শ

small business home business

সুপ্রিয় ভাই ও বোন, ইসলাম সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে, কোন মাসআলা জানার থাকলে অথবা  কোন বিষয়ে মতামত বা পরামর্শ থাকলে নির্দ্বিধায় এখানে লিখতে পারেন।
ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করবেন সৌদী আরবের আল ঈস ইসলামিক সেন্টারের বিশিষ্ট দাঈ, গবেষক, লেখক ও অনুবাদক শাইখ মুহা: আব্দুল্লাহ আল কাফী, লিসান্স, (আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ) মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদী আরব।
সেই সাথে আমিও ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী চেষ্টা করব উত্তর দেয়ার। আল্লাহ তায়ালা যেন আমাদেরকে সঠিক ভাবে ইসলাম জানার ও মানার তাওফীক দান করেন। আমীন।

1,232 thoughts on “প্রশ্ন, মতামত ও পরামর্শ

  1. আমি একজায়গায় কিছু টাকা বিনিয়োগ করে কিছু কিনলাম তার পর আরেকজনকে ঐ জিনিসটি বিক্রয় করার দায়িত্ব দিলাম এই শর্তে যে সে কিছু রাখবে আমাকে একটা নির্দিষ্ট অংশ দিবে এবং সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইন ভিত্তিক এটা কি হালাল?

  2. আসসালামু আলাইকুম। কুরআনের উছিলায় দুয়া করা যাবে? “তার নেক অামলের উছিলায় তাকে মাফ করে দিন ” এভাবে দুয়া করা যাবে?

  3. আসসালামু আলাইকুম শায়েখ। শহিদ মিনারে ফুল দেওয়া,সৃতি শোধে ফুল দেওয়া, দাঁড়িয়ে সম্মান করা,জাতীয় পতাকাকে দাড়িয়ে সম্মান করা,কোন ব্যাক্তি মারা গেলে তাকে সামনে রেখে নিরবতা পালন করা কি ছোট শিরক নাকি বড় শিরক।
    সরকারি চাকরি করলে অনেকেই বাধ্যতামূলক কাজ টা করে থাকি। এখন করনীয় কি?

আপনার মতামত বা প্রশ্ন লিখুন।

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s