এ বছর যে সকল বাংলাদেশী ছাত্র মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলেন

মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, সৌদী আরবের ঐতিহ্যবাহী বিশ্ব বিখ্যাত মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ১৪৩২/১৪৩৩হি: মোতাবেক ২০১১/২০১২খৃষ্টাব্দ শিক্ষাবর্ষের জন্য সারা বিশ্ব থেকে আবেদনকারী ছাত্রদের স্কলারশিপ ঘোষণা করেছে। বাংলাদেশে থেকে যেসকল শিক্ষার্থী এ বছর উক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তাদের নামের তালিকা নিম্নে প্রদত্ব হল:

  1. MUHAMMAD HASIBUR RAHMAN
  2. NAIM SIDDIQUEY
  3. MEHEDI HASAN
  4. ATAUR RAHMAN
  5. MAHFUZUR RAHMAN
  6. HABIBUL BASAR
  7. MD SHAHADAT HOSSAIN
  8. MOHAMMAD EYAQOB
  9. MOHAMMAD OMAYER
  10. MD OBAIDUL HUQ
  11. AL AMIN BIN ANOWAR HOSSAIN
  12. MAHMUDUL HASAN
  13. ANOWER HOSSAIN
  14. KAZI MD ABDULLAH HL JAYED BIN KAZI MD HABIBUN NABI
  15. JAHIR RAYHAN BIN JAMAL MIAH
  16. MD ASHIQUR RAHMAN
  17. MD ABUL HASAN
  18. SHAKIR BIN AMIN
  19. HAMED NASRULLAH
  20. TAMIM RAIHAN S/O MD. GOLAM HOSSAIN
  21. MD. ABDUR RAHMAN BIN MD ABDUR RAHIM.
  22. mohammed anis rahman
  23. abdulloh mamun masud
  24. mohammed rahmatulloh
  25. MOSTAFIZOR RAHMAN ABDUL MANNAN
  26. mohammed anvar islam abdul hai
  27. MAHMUDUS SOBHAN RABIUS SOBHAN
  28. naeem ullah
  29. ISHAQ BIN SHABIR BIN MAULAY NUR AHMAD
  30. ABDULLAH FAROOQUE ABUL KALAM

উক্ত নামের তালিকা পাওয়া যাবে এখানে

উক্ত সৌভাগ্যশালী ভাইদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। দুয়া করি, তারা যেন, দুনিয়া ও আখেরাতে সফল জীবনের অধিকারী হতে পারে। সেই সাথে তারা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শহরে অবস্থিত বিশ্বের শ্রেষ্ঠতম দ্বীনী বিদ্যাপিঠ থেকে দ্বীনের গভির বুৎপত্তি, সহীহ আকীদা এবং কুরআন-সুন্নাহর স্বচ্ছ প্রস্রবণ থেকে জ্ঞান আহরণ করে ফিরে এসে ইসলামের সঠিক দাওয়াত গণ-মানুষের নিকট তুলে ধরতে পারেন এবং দেশ ও মানুষের কল্যাণে শক্তিশালী ভূমিকা পালন করতে পারেন আল্লাহ তাদেরকে সে তাওফীক দান করুন। আমীন।
উক্ত ভাইদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের এডমিশন এন্ড রেজিস্টেশন কর্তৃপক্ষ এর পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা:

১) যদি এখনো পাসপোর্ট তৈরি না হয়ে থাকে দ্রুত পাসপোর্ট তৈরি করুন।
২) মেডিকেল রিপোর্ট সংগ্রহ করুন।
৩) যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদের ভর্তির আবেদন পত্রে উল্লেখিত ঠিকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইশআরুল কাবূল রা এক্সেপ্টেন্স নোটিস পাঠানো হবে। সেই নোটিসে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী কাজ করুন।
৪) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, নাম্বারপত্র ইত্যাদি জরুরী কাগজপত্র সরকার অনুমদিত অনুবাদ কেন্দ্র থেকে অনুবাদ করার পর নোটারী পাবলিক, পররাষ্ট্রমন্ত্রানালয় এবং সব শেষে সৌদী দূতাবাস কর্তৃক সত্যায়ন করুন (যদি আগে না করা হয়ে থাকে।) এবং সকল প্রয়োজনীয় কাগজাদীর মূল কপি অবশ্যই সাথে নিন।
৫) মদীনা বিশ্ববিদ্যালয়ের এডমিশন বিভাগের ওয়েবসাইট থেকে ভিসা নাম্বার সংগ্রহ করত: সেই নাম্বার নিয়ে সৌদী দূতাবাসে যোগাযোগ করে ভিসা সংগ্রহ করুন। লক্ষণীয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই যথা সম্ভব দ্রুত যোগাযোগ করতে হবে।
৬) সৌদী দূতাবাস থেকে ঢাকা থেকে মদীনা আসার সৌদী এয়ারলাইন্স এর টিকেট সংগ্রহ করে যাত্রার নির্দিষ্ট তারিখে স্বপ্নের গন্তব্য মদীনা মুনাওয়ারার উদ্দেশ্যে যাত্রা করুন।
৬) মদীনা এয়ার্পোটে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের রিসেপশন বিভাগ আপনার জন্য অপেক্ষা করবে। তারা আপনাকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর বাসস্থান নির্ধারণ পূর্বক ভর্তি সহ যাবতীয় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে আপনাকে সাহায্য করবে।

10 thoughts on “এ বছর যে সকল বাংলাদেশী ছাত্র মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলেন

  1. ভাই আমাকে দয়া করে জানাবেন কি? ওখানে পড়তে কি ধরনের যোগ্যতা লাগে আর কওমি ও আলিয়ায় কি পাশ লাগে?

  2. ভাই কোন কোন বেসরকারী কওমী মাদরাসার সাথে চুক্তি আছে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের…… দয়া করে জানালে অনেক উপকার হয়…….

    • বাংলাদেশে যে সকল বেসরকারী কওমী মাদরাসা মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তিদ্ধ সেগুলো কয়েকটি হল: ১) মাদরাসা মুহাম্মাদিয়া আরাবিয়া, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা, ২) মাদরাসা দারুল হাদীস আস সালাফিয়া, পাঁচরুখী, আড়াই হাজার, নারায়নগঞ্জ ৩) দারুল মাআরেফ, চট্রগ্রাম, ৪) আল- মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী। এছাড়া আলিয়া মাদরাসা থেকে সর্ব নিম্ন আলিমের যে কোন মাদরাসার সার্টিফিকেট গ্রহনযোগ্য। ধন্যবাদ।

  3. assalamualaikum sheikh….madrasai na pore ki okane abedon kora jai.kivabe abedon korte hoi.kindly janaben..Allah apnar sohai houn.

    • ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের মাদরাসা শিক্ষা বোর্ড এবং নির্বাচিত কয়েকটি বেসরকারী কওমী মাদরাসার সাথে চুক্তি আছে। কিন্তু স্কুল বোর্ডের সাথে তা নেই। সুতরাং স্কুল বোর্ডের ছাত্ররা মদীনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ পাবে না।
      আবেদন করার বিস্তারিত নিয়ম-কানুন পোস্টের শেষ দিকে প্রদত্ব লিংক গিয়ে জানতে পারবেন। ধন্যবাদ।

  4. assalamualaikum…vai!okhane scholarshiper abedon korte ki ki lage,,r ei bosor kot tarikh porjonto abedin kora jabe???doya kore janaben..kritoggo thakbo..

Leave a reply to ab.numan Cancel reply