প্রশ্ন, মতামত ও পরামর্শ

small business home business

সুপ্রিয় ভাই ও বোন, ইসলাম সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে, কোন মাসআলা জানার থাকলে অথবা  কোন বিষয়ে মতামত বা পরামর্শ থাকলে নির্দ্বিধায় এখানে লিখতে পারেন।
ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করবেন সৌদী আরবের আল ঈস ইসলামিক সেন্টারের বিশিষ্ট দাঈ, গবেষক, লেখক ও অনুবাদক শাইখ মুহা: আব্দুল্লাহ আল কাফী, লিসান্স, (আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ) মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদী আরব।
সেই সাথে আমিও ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী চেষ্টা করব উত্তর দেয়ার। আল্লাহ তায়ালা যেন আমাদেরকে সঠিক ভাবে ইসলাম জানার ও মানার তাওফীক দান করেন। আমীন।

1,232 thoughts on “প্রশ্ন, মতামত ও পরামর্শ

  1. মাযুর ব্যাক্তি যদি ইশরাকের সালাতা আদায় করতে চায় তাহলে কখন ওজু করবে?সূর্য ওঠার ৫মিনিট পর করলে হবে নাকি ইশরাকের ওয়াক্ত শুরু হওয়ার পর করতে হবে?

  2. হাদিয়ার টাকা গণনা করে নেওয়ার হুকুম কি?

  3. হযরত মোহাম্মাদ (সা:) এর জিবদ্দশায় কতবার বক্ষবিদির্ন ঘটেছে?

  4. আসসালামু আলাইকুম।নিচের দোয়াটি সঠিক কিনা জানালে উপকৃত হবো।

    রোগ থেকে দ্রুত আরোগ্য প্রাপ্তির দোয়াঃ

    ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺭَﺏَّ ﺍﻟﻨَّﺎﺱِ ﻣُﺬْﻫِﺐَ ﺍﻟْﺒَﺎﺱِ ﺍِﺷْﻒِ ﺍَ ﻧْﺖَ ﺍﻟﺸَّﺎﻓِﻰْ ﻻَ ﺷَﺎﻓِﻰْ
    ﺍِﻻَّ ﺍَ ﻧْﺖَ ﺷِﻔَﺎﺀً ﻻَﻳُﻐَﺎﺩِﺭُ ﺳُﻘْﻤًﺎ

    উচ্চারণঃ আল্লাহুম্মা রাব্বান নাছি মুযহিবাল বাছি –
    ইশফি আনতা শাফি – লা শাফি ইল্লা আনতা শিফা’ন লা
    ইয়োগাদিরু সুকমা।

    উল্লেখ্য,আমার বড়বোন এ দোয়াটি একটু ভিন্নভাবে বলেছেন।তিনি বলেছেনঃ
    “আল্লাহুম্মা রাব্বান নাছি আযহিবিল বায়-ছা ওয়াশফি আনতাশ-শাফি লা শিফায়া ইল্লা শিফাউকা শিফা-আল-লা ইয়োগদিরু ছাকামা”

    সঠিক দোয়াটি,এর উৎস এবং ফজিলত সহ জানালে উপকৃত হবো।আপনাদের উত্তরের অপেক্ষারত।

  5. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার কিছু প্রশ্নের উত্তর জানতে চাই ।

    ১। নামাজে ছেলেরা যে হাত বাঁধি ; কেউ বুকে, কেউ নাভির নিচে। কোনটা সঠিক? আমি বুকে হ্বাত রেখে পরি, তো অনেকে বলে এটা ভুল । ফাতওয়া আরকানুল ইসলাম বইয়ের ২৬৬ পাতায় দাওয়া যে বুকের উপর হাত বাধাই ঠিক।

    ২। নামাজের যখন আজান দেয়া হয় তখন সকল আজানের কি জওয়াব দিতে হবে?

    ৩। লাল ও হলুদ রঙের কাপড় পড়া নিয়ে কোন বিধান আছে ?

    ৪। অনেক অজিফা বইয়ে দেখা যায় এত এত দুরুদ শরিফ , এগুলোর সব কি ঠিক ?

    ৫। শাহির নামের অর্থ কি ?

    ৬। অনেক মাসজিদে দেখা যায় , ফরজ নামাজের পর পর মুনাজাত করায় । এটা কতটা যুক্তিসঙ্গত ?

  6. ঈমাম মাহাদির কি কারো ঘরে পুনরায় জন্ম হবে,নাকি আল্লাহ তাকে নাজিল করবেন?
    যদি জন্ম হয়, তবে তিনি জন্মেছেন কি?
    আনুমানিক কত বছরের মধ্যে তার আবির্ভাব হবে?

  7. আসালামু আলাইকুম……

    আমার একটা প্রশ্ন ছিল। গত কিছুদিন আগে আমাদের পাশের মহল্লার এক ছেলে ছবি তুলতে গিয়ে কবরস্থানের ছবি তুলে ফেলে—পরে সে বাসায় এসে ছবি দেখার সময় দেখতে পায়-একটি কবর থেকে উদ্ভুত কালো দুয়া বের হচ্ছে এবং সে কালো দুয়ার উপর কেন জেন সুয়ে আছে।তার ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে।
    তার জানা মতে কবরটি প্রায় ১০ বছরের পুরোনো ।

  8. আমার প্রশ্ন হল আমি একটি হোটেলে কাছ করি সপ্তাহে দুইদিন পাটটাইম হিসেবে। তা আমি যে হোটেলে কাজে যাই সপ্তাহে দু’দিন তা আমার থাকার জাইগা থেকে ৩৫ কিলোমিটার দূরে। তাহলে কি আমি সালাত কছর করতে পারবো।

Leave a reply to Md. Zakir Hossain Cancel reply