নিয়ত মুখে উচ্চারণ করা স্পষ্ট বিদআত
❖।❖ নিয়ত মুখে উচ্চারণ করা স্পষ্ট বিদআত❖।❖ _______________ ► নিয়ত না হলে কোন ইবাদতই বিশুদ্ধ হয় না। আরবী নিয়ত শব্দের অর্থ হল মনে ইচ্ছা পোষণ করা। ফরয, ওয়াজিব, সুন্নত, নফল যে নামাযই হোক বা যত রাকাতই হোক, মনে মনে এর নিয়ত করতে হবে। আরবি বা বাংলায় মুখে এর নিয়ত উচ্চারণ করা যাবে না। কারণ এটি…