অন্যায়-পাপ কর্মে আল্লাহর নামে কসম খেলে কসম ভঙ্গ করে কাফফারা দেয়া আবশ্যক
অন্যায়-পাপ কর্মে আল্লাহর নামে কসম খেলে কসম ভঙ্গ করে কাফফারা দেয়া আবশ্যক ➖➖➖➖➖➖➖➖➖ প্রশ্ন: কাজের মেয়েরা সারাক্ষণ স্টার জলসা ইত্যাদি চ্যানেলগুলো দেখতেই থাকে। কেউ যদি প্রচণ্ড রাগের মাথায় বলে ফেলে, ‘আল্লাহর কসম, আবার যদি রিমোট ধরিস, তোর হাত কেটে ফেলব।’ এখন এই মেয়েরা এসব চ্যানেল দেখবেই-দেখছেই। ওরা এসব দেখা বাদ দেবে না। এই কসমের জন্য…