প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান (পর্ব- ৯) বিষয়: যাকাত।

প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান (পর্ব- ৯) বিষয়: যাকাত।

৬৪৯. প্রশ্নঃ কত হিজরীতে যাকাত ফরয হয়? ২য়  ৩য়  ১ম  হিজরীতে?

উত্তরঃ ২য় হিজরীতে।

৬৫০. প্রশ্নঃ যাকাত ইসলামের কয় নম্বর স্তম্ভ?

উত্তরঃ ৩য়।

৬৫১. প্রশ্নঃ কোন ধরণের পশুতে যাকাত দিতে হয়?

উত্তরঃ যা বছরের অধিকাংশ সময় মাঠে চরে খায়।

৬৫২. প্রশ্নঃ গরু সর্বনিম্ন কতটি হলে যাকাত ফরয হবে?

উত্তরঃ ৩০টি হলে পূর্ণ ১ বছরের ১টি গরু দিতে হবে।

৬৫৩. প্রশ্নঃ ছাগল সর্বনিম্ন কতটি হলে যাকাত ফরয হবে?

উত্তরঃ ৪০টি হলে ১টি ছাগল যাকাত দিতে হবে।

৬৫৪. প্রশ্নঃ উট সর্বনিম্ন কতটি হলে যাকাত ফরয হবে?

উত্তরঃ ৫টি থাকলে একটি ছাগল যাকাত হিসেবে দিবে।

৬৫৫. প্রশ্নঃ যাবতীয় সম্পদে যাকাত ফরয হওয়ার সময় কখন?

উত্তরঃ নেসাব পূর্ণ হওয়ার পর তাতে এক বছর অতিবাহিত হলে।

৬৫৬. প্রশ্নঃ যমীন থেকে উৎপাদিত কোন্‌ ধরণের ফসলে যাকাত দিতে হয়?

উত্তরঃ যে সমস্ত ফসল রবি শষ্য বলে গণ্য এবং যা দীর্ঘ মেয়াদের জন্য গুদামজাত করা যায় তাতে যাকাত ফরয।

৬৫৭. প্রশ্নঃ শাক-সব্জিতে যাকাতের পরিমাণ কি?

উত্তরঃ শাক-সব্জিতে কোন যাকাত নেই।

৬৫৮. প্রশ্নঃ যমীন থেকে উৎপাদিত ফসলে যাকাতের নেসাব কি?

উত্তরঃ ৩০০ সা তথা ৬২০ কে.জি।

৬৫৯. প্রশ্নঃ যমীন থেকে উৎপাদিত ফসল যদি বৃষ্টির পানিতে হয়, তবে তাতে যাকাতের পরিমাণ কত?

উত্তরঃ উশর তথা দশভাগের একভাগ।

৬৬০. প্রশ্নঃ যমীন থেকে উৎপাদিত ফসল যদি সেচের পানিতে হয়, তবে তাতে যাকাতের পরিমাণ কত?

উত্তরঃ নেছফুল উশর (তথা বিশভাগের এক ভাগ)।

৬৬১. প্রশ্নঃ যাকাতের জন্য স্বর্ণের নেসাব কি?

উত্তরঃ বিশ মিছকাল তথা ৮৫ গ্রাম।

৬৬২. প্রশ্নঃ যাকাতের জন্য রৌপ্যের নেসাব কি?

উত্তরঃ ১৪০ মিছকাল তথা ৫৯৫ গ্রাম।

৬৬৩. প্রশ্নঃ স্বর্ণ-রোপ্যে যাকাতের পরিমাণ কত।

উত্তরঃ ৪০ ভাগের একভাগ তথা ২.৫% (আড়াই শতাংশ)

৬৬৪. প্রশ্নঃ টাকাতে যাকাতে পরিমাণ কত?

উত্তরঃ  স্বর্ণ বা রৌপ্যের নেসাব পরিমাণ টাকা থাকলে তাতে ২.৫০% হারে যাকাত দিতে হবে।

৬৬৫. প্রশ্নঃ মুসলমানদের উপর ফিৎরা আদায় করাঃ ফরয  সুন্নাত  কোনটাই নয় ?

উত্তরঃ ফরয।

৬৬৬. প্রশ্নঃ ফিৎরা কখন আদায় করা উত্তম।

উত্তরঃ ঈদের চাঁদ উঠার পর।

৬৬৭. প্রশ্নঃ ফিৎরা আদায় করার শেষ সময় কখন?

উত্তরঃ ঈদের নামায শুরু হওয়ার পূর্বে।

৬৬৮. প্রশ্নঃ ফিৎরার পরিমাণ কত?

উত্তরঃ এক সা পরিমাণ খাদ্য।

৬৬৯. প্রশ্নঃ কয় শ্রেণীর মানুষকে যাকাত দেয়া যায়?

উত্তরঃ ৮ শ্রেণীর মানুষকে।

৬৭০. প্রশ্নঃ যাকাতের হকদার কারা?

উত্তরঃ ১) ফক্বীর

২) মিসকীন

৩) যাকাত আদায়কারী কর্মচারী

৪) ইসলামের প্রতি বিধর্মীদিগকে আকৃষ্ট করা

৫) দাসমুক্ত করা

৬) ঋণগ্রস্থ

৭) আল্লাহর পথে

৮) বিপদ গ্রস্থ মুসাফির।

৬৭১. প্রশ্নঃ কোন অবস্থায় দান করা উত্তম- সুস্থ থাকাবস্থায় নাকি অসুস্থ হলে?

উত্তরঃ সুস্থ অবস্থায় দান করা উত্তম।

৬৭২. প্রশ্নঃ বছরের কোন মাসে দান করলে বেশী ছওয়াব পাওয়া যায়?

উত্তরঃ রামাযান মাসে।

৬৭৩. প্রশ্নঃ কোন ধরণের দানে দ্বিগুণ ছওয়াব পাওয়া যায়?

উত্তরঃ নিকটাত্মীয় গরীবকে দান করলে।

পরবর্তী বিষয়: সিয়াম (রোযা)

3 thoughts on “প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান (পর্ব- ৯) বিষয়: যাকাত।

  1. আসসালামু আলাইকুম। যাকাত দান সম্পর্কে জানানোর জন্য খুবই ধন্যবাদ। খোদা হাফেজ।

  2. আসসালামু আলাইকুম, হাদি ভাই, নিজের বোন অথবা শাশুরীকে যাকাত দেওয়া যাবে কিনা যদি তারা গরীব থাকে ?

আপনার মতামত বা প্রশ্ন লিখুন।